ময়মনসিংহে ২১ ইউনিয়নে চলছে ভোটগ্রহণ

ময়মনসিংহের দুই উপজেলা ভালুকা ও ফুলপুরে ষষ্ঠ ধাপের ইউপি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে।

আজ সোমবার (৩১ জানুয়ারি) সকাল ৮ টা থেকে শুরু হওয়া এ ভোটগ্রহণ চলবে টানা বিকেল ৪ টা পর্যন্ত।

জানা যায়, ভালুকায় ১১ ও ফুলপুরে ১০টিসহ মোট ২১টি ইউপিতেই ইভিএম পদ্ধতিতে হচ্ছে ভোট। এতে দুই উপজেলার ৫ লাখ ২৬ হাজার ৭০৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। ২১ ইউপিতে চেয়ারম্যান পদে ১১২ জন, সাধারণ সদস্য পদে ৮১০ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ২৫৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা নির্বাচন কর্মকর্তা সারোয়ার জাহান।

তিনি বলেন, ভোটকেন্দ্র ও নির্বাচনকে শান্তিপূর্ণ করতে নির্বাচন কমিশন, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহন করা হয়েছে। নির্বাহী ম্যাজিষ্ট্রেটের পাশাপাশি মাঠে সার্বক্ষণিক পুলিশ, র‍্যাব, বিজিবি, আনসার বাহিনীর সদস্যরা তৎপর রয়েছেন।

তিনি আরো বলেন, ভালুকার ১১ ইউপিতে চেয়ারম্যান পদে ৬০ জন, সাধারণ সদস্য পদে ৩৯৬ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৩৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। পছন্দের প্রার্থী নির্বাচিত করতে ইভিএম পদ্ধতিতে ১২২টি কেন্দ্রে ভোট দেবেন এ অঞ্চলের ২ লাখ ৮৭ হাজার ৮৪২ জন ভোটাররা।

অপরদিকে, ফুলপুর উপজেলার ১০ ইউপিতে চেয়ারম্যান পদে ৫২ জন, সাধারণ সদস্য পদে ৪১৫ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। পছন্দের প্রার্থী নির্বাচিত করতে ইভিএম পদ্ধতিতে ১০৫ টি কেন্দ্রে ভোট দিচ্ছেন ২ লাখ ৩৮ হাজার ৮৬২ জন ভোটার।

জেলা পুলিশ সুপার মোহা. আহমার উজ্জামান বলেন, নির্বাচনে বরাবরের মতোই এবারও চারস্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।  নির্বাচনে কেউ অবৈধভাবে বল প্রয়োগ করলে তাকে আইনের আওতায় আনা হবে। এছাড়াও কেউ অপ্রীতিকর ঘটনা ঘটাতে চাইলে আশৃঙ্খলাবাহিনী কঠোরভাবে দমন করবে।

দেশী টুয়েন্টিফোরময়মনসিংহে ২১ ইউনিয়নে চলছে ভোটগ্রহণ
Comments (0)
Add Comment