রোববার (৩০জানুয়ারি) দিবাগত রাতে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে ভোটাভুটির পর প্রার্থী ঘোষণা করা হয়।
নির্বাচন পরিচালনা টিমের সদস্য সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদারের বরাত দিয়ে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
শায়রুল বলেন, গুলশানে চেয়ারপারসন কার্যালয়ে সন্ধ্যা ৭ টা থেকে রাত সোয়া ১১ টা পর্যন্ত আইনজীবীদের ভোটাভুটির মাধ্যমে প্রার্থী চূড়ান্ত করা হয়। এতে সভাপতি পদে অ্যাডভোকেট খোরশেদ মিয়া আলম ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ নজরুল ইসলাম মনোনয়ন পেয়েছেন।
শায়রুল কবির খান জানান, অন্যান্য পদের প্রার্থীদের তালিকা চূড়ান্ত হওয়ার পর জানানো হবে। ২৩ ও ২৪ ফেব্রুয়ারি ঢাকা আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।
জানা গেছে, গুলশানে আইনীজীবীদের বৈঠকে লন্ডন থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার নির্দেশনায় ভোটাভুটির মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদককে মনোনয়ন দেওয়া হয়। এ সময় সঞ্চালকের দায়িত্ব পালন করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও টাঙ্গাইল জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আহমেদ আযম খান।
এসময় অ্যাডভোকেট আব্দুস সামাদ, অ্যাডভোকেট মহসিন মিয়া, অ্যাডভোকেট সেলিম মিয়া, অ্যাডভোকেট বদরুল আলম, অ্যাডভোকেট আব্দুল খালেক মিলন, অ্যাডভোকেট আমিনুল ইসলামসহ দুই শতাধিক আইনজীবী উপস্থিত ছিলেন।