চট্টগ্রামে করোনায় শনাক্তের হার ২১.৩২%

বিগত ২৪ ঘন্টায় চট্টগ্রামে মোট ২ হাজার ৫৭৫ জনের নমুনা পরীক্ষায় ৫৪৯ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২১.৩২ শতাংশ। যাদের মধ্যে নগরীর ৩৭৬ জন ও উপজেলার ১৭৩ জন রয়েছে। এ নিয়ে চট্টগ্রামে মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো ১ লাখ ২০ হাজার ৯৯২জন।

গতকাল মঙ্গলবার (১ ফেব্রয়ারি)  চট্টগ্রামে করোনায় আরও এক জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ১ হাজার ৩৫৯ জন।

আজ বুধবার (২ ফেব্রুয়ারী) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।।

বুধবার সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে ২ হাজার ৫৭৫ জনের নমুনা পরীক্ষায় ৫৪৯ জনের শরীরে করোনার জীবাণু শনাক্ত হয়। এতে পরীক্ষার তুলনায় সংক্রমণের হার প্রায় ২১ দশমিক ৩২ শতাংশ। শনাক্তদের মধ্যে ৩৭৬ জন নগরের এবং ১৭৩ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১২ জন, ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ২০৭ জন, চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি ল্যাবে ৯৩ জন, অ্যান্টিজেন টেস্টে ৫৪ জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ৭০ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৪৩ জন, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে ৯ জন, ইপিক হেলথকেয়ার ল্যাবে ৪২ জন, ল্যাবএইড হাসপাতাল ল্যাবে একজন এবং মেট্রোপলিটন হাসপাতাল ল্যাবে ১৮ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

চট্টগ্রামে গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।

চট্টগ্রামে করোনায় শনাক্ত আরো ৩০৫ জন মৃত্যু ৮দেশী টুয়েন্টিফোর
Comments (0)
Add Comment