যে কারণে ফেসবুক লাইভে এসে আত্মহত্যা করেন রিয়াজের শ্বশুর ব্যবসায়ী মহসিন

যে কারণে ফেসবুক লাইভে এসে আত্মহত্যা করেন রিয়াজের শ্বশুর ব্যবসায়ী মহসিন

ফেইসবুক লাইভে এসে ব্যক্তিগত জীবনের নানা হতাশার কথা বলেন আবু মহসিন খাঁন। মোট ১ ঘণ্টা ১৩ মিনিট ধরে চলা ফেসবুক লাইভের ১৬ মিনিট ২ সেকেন্ডের মাথায় নিজের লাইসেন্স করা পিস্তল দিয়ে নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করেন নায়ক রিয়াজের শ্বশুর আবু মহসিন খাঁন। আত্মহত্যার আগে ফেসবুকে লাইভে তার মর্মান্তিক আত্মহত্যার কারণ উল্লেখ করতে গিয়ে আবু মহসিন খাঁন বলেন, ‘আমি মহসিন । ঢাকায় থাকি। আমার বয়স ৫৮ বছর। কোনো এক সময়ে আমি ভালো ব্যবসায়ী ছিলাম। বর্তমানে আমি ক্যানসারে আক্রান্ত। তাই আমার ব্যবসা কিংবা কোনো কিছুই নেই। ভিডিও লাইভে আসার উদ্দেশ্য হলো, মানুষের বাস্তব অভিজ্ঞতা এবং আমার যে এক্সপেরিয়েন্স, সেটা শেয়ার করলে হয় তো সবাই জানতে পারবে, সবাই সাবধানতা অবলম্বন করবে। একাকীত্ব জীবন নিয়ে গত করোনা শুরুর আগ থেকে আমি বাংলাদেশে আছি। একা থাকা যে কী কষ্ট, যারা একা থাকে, তারাই একমাত্র বলতে পারে বা বোঝেন।’ মানুষের কাছে প্রতারণার স্বীকার হয়েছে তা নিয়ে নায়ক রিয়াজের শ্বশুর সব শেষে বলেন, ‘যাদের জন্য আমি বেশি করছি, প্রত্যেকটা লোকের কাছে আমি প্রতারিত হয়েছি। আমার এক বন্ধু ছিল, নাম কামরুজ্জামান বাবলু। যাকে আমি না খেয়ে তাকে খাইয়েছি। সে আমার ২৩ থেকে ২৫ লাখ টাকা মেরে দিয়েছে।’ আবু মহসিন খান ধানমন্ডি ৭ নম্বর রোডের ২৫ নম্বর বাড়ির একটি ফ্ল্যাটে থাকতেন। ব্যক্তিজীবনের নানা হতাশার পাশাপাশি তার একাকিত্ব জীবনের নিঃসঙ্গতার বেদনার কথাও বলে যান ফেসবুক লাইভে আত্মহত্যাকারী মহসিন।

দেশী টুয়ের্ন্টিেফোরযে কারণে ফেসবুক লাইভে এসে আত্মহত্যা করেন রিয়াজের শ্বশুর ব্যবসায়ী মহসিন
Comments (0)
Add Comment