ফেসবুক লাইভে এসে চিত্রনায়ক রিয়াজের শ্বশুর আবু মহসিন খাঁনের আত্মহত্যার ঘটনায় রাজধানীর ধানমন্ডি থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। গত বুধবার (২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে চিত্রনায়ক রিয়াজ এ মামলা করেন।
আজ বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) রাজধানীর ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম আলী মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আবু মহসিন খানের মৃত্যুর ঘটনায় তার মেয়ের জামাই চিত্রনায়ক রিয়াজ একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছেন। তিনি আরও বলেন, আমরা সব বিষয়ে তদন্ত করে দেখছি। পরবর্তী সময়ে এ বিষয়ে জানানো যাবে। এ ঘটনার জন্য যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে তাদের বিরুদ্ধে তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।