চট্টগ্রামে মার্কেটে আগুন, ১৪ দোকান পুড়ে ছাই

চট্টগ্রামের বন্দরটিলা এলাকায় বাহাদুর মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে ১৪টি দোকান পুড়ে গেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

আজ শনিবার (৫ ফেব্রুয়ারি) ভোরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফরিদ আহম্মদ। তিনি বলেন, আজ ভোর ৫টা ৪০ মিনিটের দিকে আগুনের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে যায়। ৩০ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে মার্কেটের ১৪টি দোকান পুড়ে গেছে। এরমধ্যে কাপড়ের দোকান ও মুদির দোকান ছিল।

১৪ দোকান পুড়ে ছাইচট্টগ্রামে মার্কেটে আগুনদেশী টুয়েন্টিফোর
Comments (0)
Add Comment