ই-কমার্স প্রতিষ্ঠান আলেশা মার্টের কাছে ৪৮৫ জন গ্রাহককে আটকে থাকা ৪২ কোটি টাকা ফেরত দেয়ার উদ্যোগ নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। আজ থেকে আনুষ্ঠানিকভাবে প্রতিদিন ১০ জন গ্রাহককে টাকা ফেরত দেয়ার মাধ্যমে এই কার্যক্রম শুরু করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) বাণিজ্য মন্ত্রণালয়ের ই-কমার্স সেলের প্রধান এ এইচ এম শফিকুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন। শফিকুজ্জামান জানান, ‘আলেশা মার্ট এসব গ্রাহকদের অগ্রিম চেক বিতরণ করেছে। আলেশা গ্রাহকদের কাছ থেকে ডিসকাউন্ট মূল্য গ্রহণ করলেও গ্রাহকদের দেয়া চেক দিয়েছে এমআরপি হিসেবে। পেমেন্ট গেটওয়ে থেকে গ্রাহকদের পাওনা ফেরত দেয়া হলে তাদের কাছে আলেশার দেয়া চেকও থেকে যাবে। এতে জটিলতা তৈরি হবে।’ এদিকে, বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেন, আটকে থাকা ৪২ কোটি টাকা ১ হাজার ১৪৩ টাকা ট্রানজেকশনে দিয়েছেন ৪৮৫ জন গ্রাহক। এদের মধ্য থেকে ১০ জন গ্রাহকের পরিশোধ করা অর্থ আনুষ্ঠানিকভাবে আজ ফেরত দেয়া হবে।