মোবাইলে কথা বলতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল শ্রমিকের

মোবাইলে কথা বলার সময় ট্রেনের ধাক্কায় আব্দুস সালাম মুন্সি (৫০) নামের এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে গাজীপুরের কালীগঞ্জে উপজেলার আড়িখোলা রেল স্টেশনের অদূরে কাটারপাড় (তুমুলিয়া রেলগেট) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সালাম টাঙ্গাইলের ধনবাড়ি উপজেলার কাঠাইলাবাড়ি এলাকার বাসিন্দা। তিনি রেললাইনের পাশে কাটারপাড় এলাকায় থেকে স্থানীয় বিভিন্ন বাড়িতে নির্মাণ শ্রমিকের কাজ করতেন।

কালীগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. আফসার হোসেন জানান, মোবাইলে কথা বলতে বলতে রেল লাইন দিয়ে হাঁটছিলেন আব্দুস সালাম। এ সময় সিলেটগামী একটি ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে তার। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আড়িখোলা স্টেশন মাস্টার কামরুল ইসলাম জানান, সকাল ৭টা ১০ মিনিটের দিকে ঢাকা থেকে ছেড়ে আসা পারাবত এক্সপ্রেস ট্রেনটি সিলেটের দিকে যাচ্ছিল। এ সময় আড়িখোলা রেল স্টেশনের অদূরে কাটারপাড় এলাকায় ট্রেনের সঙ্গে ধাক্কা খেয়ে ঘটনাস্থলে মারা যান আব্দুস সালাম।

দেশী টুয়েন্টিফোরমোবাইলে কথা বলতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল শ্রমিকের
Comments (0)
Add Comment