ইউক্রেনের রাজধানী কিয়েভে জারি করা কারফিউ তুলে নেওয়া হয়েছে। রাশিয়ার সামরিক অভিযানের মুখে কারফিউ জারির দুই দিনের মাথায় তা প্রত্যাহার করল দেশটি।
সোমবার (২৮ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
সংবাদমাধ্যমটি বলছে, ইউক্রেনে রুশ হামলা শুরুর পঞ্চম দিনে এসে পূর্ব ইউরোপের এই দেশটির প্রায় সকল জেলাতেই ইউক্রেনীয় বাহিনীর সঙ্গে রুশ সামরিক বাহিনী ও রুশপন্থি যোদ্ধাদের সংঘর্ষ চলছে। তবে এই সংঘর্ষের মধ্যেই দুইদিন আগে জারি করা রাজধানী কিয়েভের কাউফিউ তুলে নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।
মূলত নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকানগুলো খোলার সুযোগ দিতেই ইউক্রেন সরকার এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে বিবিসি। এছাড়া টানা দুই দিনের বেশিরভাগ সময় ভূগর্ভস্থ নিরাপত্তা শেল্টারে কাটানো মানুষের জন্য এটি উল্লেখ্যযোগ্য প্রাপ্তি বলেও উল্লেখ করেছে সংবাদমাধ্যমটি।
অবশ্য আগের দুই রাতের তুলনায় কিয়েভে রোববারের রাত তুলনামূলক শান্ত ছিল।