পুলিশের ঊর্ধ্বতন ৬০ কর্মকর্তাকে বদলি

সম্প্রতি পদোন্নতি পাওয়া বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডিশনাল এসপি) পদমর্যাদার ৪৩ জন ও সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার ১৭ জন কর্মকর্তাসহ মোট ৬০ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

আজ মঙ্গলবার (১ মার্চ) এক বার্তায় বিষয়টি জানিয়েছে ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ।

সম্প্রতি পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলি করা হয়।

আদেশে বলা হয়েছে, আগামী ৬ মার্চের মধ্যে দায়িত্ব হস্তান্তর করে পুরোনো কর্মস্থল ছাড়তে হবে। অন্যথায় ৭ তারিখ তাদের স্ট্যান্ড রিলিজ (তাৎক্ষণিক অবমুক্ত) করা হবে।

দেশী টুয়েন্টিফোরপুলিশের ঊর্ধ্বতন ৬০ কর্মকর্তাকে বদলি
Comments (0)
Add Comment