সিলিন্ডারের চুলায় চা বানাতে গিয়ে অগ্নিকান্ড

চট্টগ্রাম প্রতিনিধি:

 

চট্টগ্রামের ডবলমুরিং থানাধীন মোগলটুলিতে পাঁচতলা একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। মঙ্গলবার (১ মার্চ) সকাল সাড়ে ৮ ঘটিকার দিকে এই ভবনের তিতাস ট্রেড এন্ড ইন্টারন্যাশনাল অফিসের একটি কক্ষে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

 

বিষয়টি নিশ্চিত করে আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ এনামুল হক বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে ।

প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। এ ঘটনায় প্রায় ২ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।’

তিতাস ট্রেড এন্ড ইন্টারন্যাশনাল অফিসের একজন কর্মী সিলিন্ডারের চুলায় চা বানাতে গেলে এ অগ্নিকান্ডের সূত্রপাত হয়।

Comments (0)
Add Comment