পরীমনির মামলায় আপিলে যাচ্ছে রাষ্ট্রপক্ষ

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পরীমনির বিরুদ্ধে দায়ের করা মামলার কার্যক্রম স্থগিতের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করার সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্রপক্ষ।

আজ বুধবার (২ মার্চ) সহকারী অ্যাটর্নি জেনারেল মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আবেদনটি প্রক্রিয়াধীন।

এর আগে গতকাল (১ মার্চ) চিত্রনায়িকা পরীমনির মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলার কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেন হাইকোর্ট। একইসঙ্গে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় অভিযোগ গঠনের আদেশ কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. সেলিমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

ওই দিন আদালতে পরীমনির পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জেড আই খান পান্না, সৈয়দা নাসরিন ও অ্যাডভোকেট মো. শাহীনুজ্জামান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি সহকারী অ্যাটর্নি জেনারেল মো. মিজানুর রহমান।

দেশী টুয়েন্টিফোরপরীমনির মামলায় আপিলে যাচ্ছে রাষ্ট্রপক্ষ
Comments (0)
Add Comment