আজ বুধবার ভোরে থাইল্যান্ড থেকে বিমানে তার বাবার মরদেহ চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর আনা হয়। তারপর সকাল সাড়ে ৯টার দিকে ইপিজেডে তাঁর প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এরপর দুপুর ২টায় জমিয়াতুল ফালাহ জামে মসজিদ প্রাঙ্গণে তাঁর দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। বাদ আছর নিজ বাড়িতে তৃতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। বিষয়টি নিশ্চিত করেছেন নাসির উদ্দিনের বড় ছেলে সৈয়দ মো. তানভীর।
গত সোমবার বাংলাদেশ সময় ৩টা ১৫ মিনিটে থাইল্যান্ডের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নাসির উদ্দিন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। প্রয়াত নাসির উদ্দিন স্ত্রী, তিন ছেলে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।