চট্টগ্রামের গার্মেন্টসের আগুন নিয়ন্ত্রণে

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক নিউটন দাশ বলেন, ‘আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। কতটা ক্ষয়ক্ষতি হয়েছে সেটা তদন্ত না করে বলা যাচ্ছে না।’

দুই ঘণ্টায় নিয়ন্ত্রণে এসেছে চট্টগ্রামের গার্মেন্টসে লাগা আগুন। আগুনে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আজ শুক্রবার দুপুর আড়াইটার দিকে নগরের ব্যারিস্টার কলেজ এলাকার সাজ ফ্যাশন লিমিটেড নামের ওই গার্মেন্টসের আগুন নিয়ন্ত্রণে আসে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক নিউটন দাশ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘দুপুর সাড়ে ১২টার দিকে গার্মেন্টসে আগুন লাগে। আমাদের আগ্রাবাদ, বন্দর, কেইপিজেড ও ইপিজেড স্টেশনের ১২টি ইউনিটের দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। কতটা ক্ষয়ক্ষতি হয়েছে সেটা তদন্ত না করে বলা যাচ্ছে না।’

এই গার্মেন্টসের মহাপরিচালক দিলীপ সাহা জানান, শুক্রবার গার্মেন্টস বন্ধ ছিল। তবে মেশিনারিজ চেক করার জন্য ও সিকিউরিটির কিছু লোক ছিল।

দিপীপ বলেন, ‘আগুন লাগার তেমন কোনো কারণ দেখছি না আমি। হয়তো বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুন লেগেছে। আর ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও সঠিকভাবে বলতে পারছি না। যেহেতু মেশিনারিজ নষ্ট হয়েছে, সেসব যাচাই না করে বলা যাচ্ছে না।’

চট্টগ্রামের গার্মেন্টসের আগুন নিয়ন্ত্রণেদেশী টুয়েন্টিফোর
Comments (0)
Add Comment