পুতিনকে হত্যার আহ্বান রিপাবলিকান সিনেটরের

মার্কাস জুনিয়স ব্রুটাস ছিলেন একজন রোমান রাজনীতিবিদ। যিনি বিশ্বাসঘাতকতা করে জুলিয়াস সিজারকে হত্যা করেন। মারা যাওয়ার আগে সিজারের বিখ্যাত উক্তি ‘ব্রুটাস, তুমিও’।

ফেব্রুয়ারির ২৪ তারিখে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন। এরপর থেকে নবম দিনের মতো ইউক্রেনে রুশ সামরিক অভিযান চলছে।

অভিযান শুরুর দিন থেকেই রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক, সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও ধনকুবেরদের একের পর এক নিষেধাজ্ঞা দেয়া হয়। তবে নিষেধাজ্ঞা রাশিয়াকে আক্রমণ থেকে পিছু হটাতে পারেনি।

এবার যুক্তরাষ্ট্রের রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম বলেছেন, রুশ নাগরিকরা বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে তাদের পুরো জীবনই অন্ধকারে কাটাবে, যদি না কেউ ‘এই ব্যক্তিকে (পুতিনকে) অপসারণ করে।’

এ সময় তিনি ব্রুটাসের প্রসঙ্গ টেনে এনে বলেন, রাশিয়াতে এমন কি কেউ নেই?

মার্কাস জুনিয়স ব্রুটাস ছিলেন একজন রোমান রাজনীতিবিদ। যিনি বিশ্বাসঘাতকতা করে জুলিয়াস সিজারকে হত্যা করেন। মারা যাওয়ার আগে সিজারের বিখ্যাত উক্তি ‘ব্রুটাস, তুমিও’।

যদিও টুইটে তিনি পুতিনের নাম একবারও উচ্চারণ করেননি।

গ্রাহাম এমন সময় এই রকম টুইট করলেন যখন রুশ সামরিক অভিযানের জন্য পশ্চিমারা একতরফাভাবে পুতিনকেই দায়ী করে আসছে।

যদিও ইউক্রেন দখলের কোনো ইচ্ছে নেই বলে জানিয়েছেন পুতিন। তিনি জানান, নব্য নাৎসিদের নির্মূল ও ইউক্রেনকে অসামরিকীকরণই রুশ অভিযানের উদ্দেশ্য।

দেশী টুয়েন্টিফোরপুতিনকে হত্যার আহ্বান রিপাবলিকান সিনেটরের
Comments (0)
Add Comment