অর্থ আত্মসাতের অভিযোগে হিরো আলম

পাঁচ শতাধিক ভিডিওতে মডেল হওয়া যুবক আশরাফুল আলম ওরফে হিরো আলমের বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলা করেছে সাংবাদিক আকাশ নিবির।

গত শুক্রবার (৪ মার্চ) আনুমানিক রাত ১০ টায় হাতিরঝিল থানায় এস. আই এনামুল হকের বরাত দিয়ে অভিযোগটি করেছেন সাংবাদিক আকাশ।

অভিযোগে জানা যায়, ‘বিবাদী ‘আশরাফুল আলম সাঈদ ওরফে হিরো আলম’ উনার পূর্ব পরিচিত হওয়ায় ডিপজলের বাড়িতে শুটিং চলমান অবস্থায় ৭ দিনের জন্য ৫০ হাজার টাকা ধার হিসেবে চান। পরে তা ৭ দিন পার হয়ে ৪ মাসে এসে দাঁড়ালেও টাকা ফেরত দিচ্ছেন না হিরো আলম।

উল্টো টাকা ফেরত চাইতে গেলে আকাশ নিবিরকে ফোনে অকথ্য ভাষায় গালমন্দ ও বিভিন্ন হুমকি দেন হিরো আলম।

এদিকে জিডি প্রসঙ্গে জানতে চাইলে হিরো আলম  বলেন, ‘এই জিডি মিথ্যে। আকাশ নিবির ভাইরাল হওয়ার জন্য আমার নামে হয়রানিমূলক অভিযোগ দিয়েছে থানায়।’

সর্বশেষ দ্রব্যমূল্যের উর্ধ্বগতি নিয়ে একটি গান প্রকাশ করেন হিরো আলম।

অর্থ আত্মসাতের অভিযোগে হিরো আলমদেশী টুয়েন্টিফোর
Comments (0)
Add Comment