আজ বৃহস্পতিবার (১০ মার্চ) সকাল ১১টায় কলেজের এ কে এম ফজলুল কবির চৌধুরী হল মিলনায়তনে উক্ত মহতী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
তথ্যটি নিশ্চিত করেন রাউজান প্রতিনিধি মোহাম্মদ রবিউল হোসেন রবি।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য ও তরুণ প্রজন্মের অন্যতম প্রতিনিধি ফারাজ করিম চৌধুরী।
তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেন, রাউজানের ছাত্রলীগ আসলেই মানুষের জন্য ভাল কাজ করেন। ছাত্র সংগঠনের প্রধান কাজ হল এলাকা, স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ছাত্রছাত্রীদের সমস্যা নিয়ে কথা বলা। রাউজান সরকারি কলেজ ছাত্রলীগ বিগত কয়েকবছর ধরে হেল্পডেকস্কের মাধ্যমে ছাত্রছাত্রীদের সমস্যা সমাধানে ভূমিকা রাখায় তিনি ভূয়সী প্রশংসা করেন।
উক্ত অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ।
কলেজ ছাত্রলীগের সভাপতি আরমান সিকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ফয়সাল মাহমুদের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেলিম নেওয়াজ চৌধুরী, পৌর কাউন্সিলর জানে আলম জনি, উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ, কলেজের অধ্যাপক জহিরুল ইসলাম, নুরুল আব্বাস, অর্পন কান্তি দাশ, সর্বরী দে, রেহেনা আফরোজ, নুরুল আজিম, মোহাম্মদ সুজন ও সুজন বিশ্বাস।
এসময় আরো উপস্থিত ছিলেন কলেজ ছাত্রলীগ নেতা সাব্বির আহমেদ হিমেল, আরমান শান্ত ইয়াছিন চৌধুরী ইমন, প্রিতম দাশ, রবিউল হোসেন জিক্স, আশরাফ উদ্দিন, দেবজিৎ দে দীপ্ত সহ কলেছ ছাত্রলীগের অন্যন্যা নেতৃবৃন্দ।