ড. কামাল হোসেনকে গণফোরামের সভাপতি ঘোষণা

দলটির জাতীয় কাউন্সিলে সর্বসম্মতিক্রমে ড. কামাল হোসেনকে পুনরায় দলটির সভাপতি করা হয়েছে। শনিবার (১২ মার্চ) জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত দলের বিশেষ কাউন্সিলে সর্বসম্মতিক্রমে এ ঘোষণা দেওয়া হয়। একইসঙ্গে দলটির পরবর্তী নেতৃত্ব দেওয়ার জন্য কেন্দ্রীয় কমিটি ঠিক করার জন্য একটি সাব-কমিটি করা হয়েছে। এই কমিটিরও প্রধান করা হয়েছে ড. কামাল হোসেনকে।

কাউন্সিলে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আ ও ম শফিক উল্লাহ রাজনৈতিক ও সাংগঠনিক প্রস্তাব পাঠ করেন। তিনি বলেন, চলমান দুর্নীতি ও দুর্বৃত্তায়িত নেতিবাচক রুগ্ন-রাজনীতির ধারা অব্যাহত থাকলে, ক্ষমতাসীন সরকারের বিরুদ্ধে বৃহত্তর নেতিবাচক নির্বাচনি ফ্রন্ট বা জোট গঠন করে অতীতের মতো রাষ্ট্র ক্ষমতার পরিবর্তন ঘটানো সম্ভব। এ ছাড়া জনগণের কল্যাণমুখী অর্থনীতি ও গণতান্ত্রিক রাজনৈতিক অধিকারগুলো নিশ্চিত করা সম্ভব নয়।

‘তাই জনগণের অর্থনৈতিক ও রাজনৈতিক অধিকারগুলো বাস্তবায়ন করতে হলে- প্রথমত, রাজনৈতিক নেতা-কর্মীদের কল্যাণমুখী অর্থনীতি ও গণতান্ত্রিক রাজনীতির বৈশিষ্ট্যগুলো সম্পর্কে সুস্পষ্ট ধারনা অর্জন করতে হবে; দ্বিতীয়ত, রাজনৈতিক নেতা-কর্মীদেরকে জনগণের কাছে গিয়ে জনগণকে তাদের অর্থনৈতিক ও রাজনৈতিক অধিকার সম্পর্কে সচেতন করতে হবে; তৃতীয়ত, অধিকার সচেতন জনগণকে অর্থনৈতিক ও রাজনৈতিক অধিকার সংবলিত কর্মসূচির ভিত্তিতে ঐক্যবদ্ধ করতে হবে বলে বক্তব্য রাখেন তিনি।

শফিক উল্লাহ আরও বলেন, জনগণের অর্থনৈতিক ও রাজনৈতিক অধিকার সংবলিত কর্মসূচি বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ রাজনৈতিক নেতা-কর্মীদের নিয়ে নিম্নতম পর্যায় থেকে কেন্দ্রীয় পর্যায় পর্যন্ত সংগঠনকে সুশৃঙ্খল ও শক্তিশালী করতে হবে।

এসময় ফোরামের আহ্বায়ক কমিটির সদস্য মোস্তাক আহমেদ, অ্যাডভোকেট আলতাফ হোসেন, এ আর জাহাঙ্গীর, নাজমুল ইসলাম সাগর প্রমুখ বক্তব্য রাখেন।

ড. কামাল হোসেনকে গণফোরামের সভাপতি ঘোষণাদেশী টুয়েন্টিফোর
Comments (0)
Add Comment