মুখ থেঁতলানো অজ্ঞাতনামা এক নারীর মরদেহ উদ্ধার

রাঙামাটির কাপ্তাইয়ে বিএফআইডিসি প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত টয়লেট থেকে মুখ থেঁতলানো অবস্থায় অজ্ঞাতনামা (৩৭) এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত নারীর কানে দুল, হাতে চুড়ি এবং শরীরে ছিল বোরকা। লাশ ময়নাতদন্তের জন্য কাপ্তাই থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছে।

আজ শনিবার (১২ মার্চ) বিকেল সাড়ে চারটায় কাপ্তাই ইউনিয়নের স্বাগতম বেল্ডিং সংলগ্ন প্রাথমিক বিদ্যালয় থেকে এই মরদেহ উদ্ধার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেন কাপ্তাই পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাহিনুর রহমান। তিনি বলেন, প্রধান শিক্ষকের ফোন পেয়ে বিকেলে ঘটনাস্থলে গিয়ে ওই নারীর মরদেহটি উদ্ধার করি। এখনো তার নাম পরিচয় জানা যায়নি। তবে মৃত নারীর কানে দুল, হাতে চুড়ি এবং শরীরে বোরকা পরা ছিল। তার মুখ থেঁতলানো অবস্থায় পাওয়া গেছে। মুখ থেকে রক্ত গড়াচ্ছিল। প্রাথমিকভাবে দেখে মনে হয় না এটি স্বাভাবিক মৃত্যু। তবে কিভাবে মারা গেছে তদন্ত করে বিস্তারিত জানানো হবে।

বিদ্যালয়ের অফিস সহকারী মোহাম্মদ সাদ্দাম হোসেন বলেন, শিক্ষার্থীরা বিদ্যালয় মাঠে খেলাধুলা করছিল, এসময় কয়েকজন খেয়াল করে টয়লেটে মুখ থেঁতলানো অবস্থায় একজন নারী পড়ে রয়েছে। তার মুখ দিয়ে রক্ত পড়ছিল এবং মুখ পোড়াও ছিল। পরে ঘটনাটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউসুফ মিয়াকে জানানো হয়। তিনি বিষয়টি নিশ্চিত হয়ে কাপ্তাই পুলিশকে খবর দেন।

দেশী টুয়েন্টিফোরমুখ থেঁতলানো অজ্ঞাতনামা এক নারীর মরদেহ উদ্ধার
Comments (0)
Add Comment