আটককৃতরা হলেন : মো. রাশেদ মিয়া, মো. মিজান ও মো. আনোয়ার হোসেন।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার জানান, গোপন সংবাদের ভিত্তিতে ফেনী মডেল থানাধীন মহিপাল এলাকা থেকে রাশেদ মিয়াকে ১২ কেজি গাঁজা, ফেনী মডেল থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন আলী বাজার এলাকা থেকে মিজানকে ৬৯ বোতল বিদেশি মদ, ৭ বিয়ার ক্যান ও ৫ বোতল ফেন্সিডিলসহ এবং ফেনীর ছাগলনাইয়া থানাধীন হিছাছড়া এলাকা থেকে আনোয়ার হোসেনকে ২৪ কেজি গাঁজাসহ আটক করা হয়।