গত সোমবার (১৪ মার্চ) দুপুর ১২টার দিকে নিউমুরিংয়ের মিরাপাড়া এলাকার জনির ভাড়ার ঘরে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে ইপিজেড থানার পুলিশের এসআই নুরুজ্জামান।
তিনি বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করছি এটি আত্মহত্যা। তারপরও পোস্টমর্টেম করাতে মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।’
নিহত সানজিদা আনোয়ার মিম বন্দর থানার ৩৮ নম্বর ওয়ার্ড আলী শাহ পাড়া তুহিনের স্ত্রী। তুহিন একজন সিঅ্যান্ডএফ এজেন্ট হিসেবে চট্টগ্রাম কাস্টম হাউজে কাজ করেন।
এদিকে স্বামীসহ শ্বশুর বাড়ির লোকজনের নির্যাতনের ফলে এ আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে দাবি করছেন সানজিদার পরিবার।
নিহতের পরিবারের সদস্যরা জানান, প্রায় ৫ মাস আগে স্বামী তুহিনের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় নিহত সানজিদা আনোয়ার মিমের। এরপর থেকে তাদের মধ্যে দ্বন্দ্ব চলছে।