চীনের গুয়াংশিতে ১৩৩ জন যাত্রী নিয়ে বিমান বিধ্বস্ত

চীনের দক্ষিণাঞ্চলীয় গুয়াংশতে ১৩৩ যাত্রী নিয়ে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে।

আজ সোমবার (২১ মার্চ) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, চীনা ইস্টার্ন এয়ারলাইনসের বোয়িং-৭৩৭ বিমানটি একটি পার্বত্য অঞ্চলে বিধ্বস্ত হয়। দুর্ঘটনার পররপরই সেখানে আগুন ধরে যায়। বিমানটি কুনমিং থেকে গুয়াংজুর উদ্দেশে যাত্রা করেছিলো।

দুর্ঘটনাস্থলে উদ্ধার অভিযান চলছে, দুর্ঘটনার কারণ কিংবা হতাহতের সংখ্যা প্রাথমিকভাবে জানা সম্ভব হয়নি।

উল্লেখ্য, ২০১০ সালে চীনে সর্বশেষ বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছিল বলে জানা গেছে। ওই সময় বিমান বিধ্বস্তে অন্তত ৪৪ জনের মৃত্যু হয়েছিল। সূত্র : বিবিসি

চীনের গুয়াংশিতে ১৩৩ জন যাত্রী নিয়ে বিমান বিধ্বস্তদেশী টুয়েন্টিফোর
Comments (0)
Add Comment