আজ সোমবার (২১ মার্চ) নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত বঙ্গবন্ধুর ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
মোস্তাফা জব্বার বলেন, আমার মা বঙ্গবন্ধুর জন্য ৯ মাস রোজা রেখেছেন। তার সন্তান ফিরে আসবে না জেনেও বঙ্গবন্ধুর ডাকে যুদ্ধে যাওয়ার অনুমতি দিয়েছেন।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজনামচা ও আমার দেখা নয়াচীন অনন্য পরিচয়ে ভাস্বর। গ্রন্থ তিনটি পর্যালোচনায় দেখা যায় তার সংগ্রাম, অধ্যবসায় ও আত্মত্যাগের মহিমা বর্তমান প্রজন্মের জন্যও অনুসরণীয়। তবে বাংলাদেশকে জানতে হলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জানতে হবে।
শিক্ষার্থীদের উদ্দেশে মন্ত্রী বলেন, তোমরা অবশ্যই পৃথিবীর অনেক মহামানবের জীবনী অধ্যয়ন করবে। যে মানুষটি তোমাদের একটি দেশ দিয়ে গেছেন, যিনি ডিজিটাল বাংলাদেশের বীজ বপন করেছেন, তাকে পাঠ করতে কখনো ভুলবে না। তাকে নিয়ে প্রায় পাঁচ হাজার বই আছে এগুলো অধ্যয়ন করতে হবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম, ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আজিম উদ্দিন আহমেদ, উপ-উপাচার্য অধ্যাপক মো. ইসমাইল হোসেন প্রমুখ।