আজ বুধবার (২৭ এপ্রিল) বিকেল ৪ টার দিকে নিজ বাসায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন পাঁচলাইশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমান।
তিনি জানান, গতকাল বুধবার বিকেলে ইপিজেড থেকে তাজনাহার আক্তার নামে এক শিক্ষার্থীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে এটিতে আত্মহত্যা বলে ধারণা করেছেন চিকিৎসকরা।
ইপিজেড থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শামীম বলেন, আমরা খবর পেয়ে স্থানীয় একটি ক্লিনিকে গিয়ে ট্রলির মধ্যে তার লাশ পায়। পরে পরিবারের লোকজনের কাছ থেকে জানতে পারি, তার আগে থেকে শ্বাসকষ্ট ছিল। তবে তার গলায় হালকা দাগ ছিল। আমরা লাশ উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠিয়েছি। ময়নাতদন্তের পরে মৃত্যুর কারণ সম্পর্কে জানা যাবে।