ঈদের ছুটিতে সাইবার হামলার শঙ্কা, সতর্ক থাকার আহ্বান

ঈদের ছুটিতে দেশের গুরুত্বপূর্ণ আর্থিক ও অন্যান্য প্রতিষ্ঠানের কম্পিউটার সিস্টেমে সাইবার হামলা হতে পারে বলে সতর্কবার্তা দিয়েছে আইসিটি বিভাগের সাইবার নিরাপত্তা নিয়ে কাজ করা প্রতিষ্ঠান বিজিডি ই-গভ সার্ট।

গত শুক্রবার প্রতিষ্ঠানটি এক বিবৃতিতে জানিয়েছে, ইউক্রেন ও রাশিয়ার চলমান সংঘাতকে কেন্দ্র করে দু’পক্ষের হ্যাকাররা বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোতে বটনেট ও ম্যালওয়ার সংক্রমিত করে একে অপরের বিরুদ্ধে আক্রমণ চালাচ্ছে।

রাশিয়ান কম্পিউটার সিকিউরিটি ইন্সিডেন্ট রেসপন্স টিম (সার্ট) থেকে প্রদত্ত সতর্কীকরণ বার্তা বিশ্লেষণ করে বিজিডি ই-গভ সার্ট দেশে ব্যবহৃত প্রায় ১৪০০ আইপি নম্বরের সন্ধান পেয়েছে।

সংস্থাটি জানিয়েছে, এসব আইপি থেকে হ্যাকাররা অপপ্রচার ও ডিস্ট্রিবিউটেড ডিনাইল অব সার্ভিস বা ডিডস হামলা পরিচালনা করছে।

আজ শনিবার বিজিডি ই-গভ সার্টের প্রকল্প পরিচালক তারেক এম. বরকতউল্লাহ সমকালকে বলেন, এসব আইপিযুক্ত বাংলাদেশি সার্ভারসমূহকে অপব্যবহারের পরিপ্রেক্ষিতে দেশের সংক্রমিত আর্থিক প্রতিষ্ঠান ও জনগুরুত্বপূর্ণ সেবা প্রদানকারী সংস্থাসমূহ তাদের নিয়মিত সেবা প্রদানে বাধাগ্রস্ত হচ্ছেন।

হামলা থেকে সুরক্ষায় করণীয়

এ ধরনের হামলা থেকে আর্থিক প্রতিষ্ঠানসহ সব গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোকে নিরাপদ রাখতে পরামর্শ দিয়েছে বিজিডি ই-গভ সার্ট। সেগুলো হলো:

সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাদের নিয়ন্ত্রণাধীন তথ্য পরিকাঠামো পরীক্ষা করে বটনেট ও ম্যালওয়ার সংক্রমণ মুক্ত রাখার পদক্ষেপ গ্রহণ করতে হবে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অ্যান্টি-ডিডস হার্ডওয়্যার ও সফটওয়্যার স্থাপন/হালনাগাদ করতে হবে।

আসন্ন ঈদের ছুটির সময় আর্থিক প্রতিষ্ঠানসহ সব গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোকে হ্যাকিং প্রতিরোধের লক্ষ্যে যথাযথ মনিটরিংয়ের আওতায় আনতে হবে।

ঈদের ছুটিতে সাইবার হামলার শঙ্কাদেশী টুয়েন্টিফোরসতর্ক থাকার আহ্বান
Comments (0)
Add Comment