অভাবের তাড়নায় কাজের সন্ধানে ঘর ছেড়েছিলেন ৪ বোন

লক্ষ্মীপুরের কমলনগরে ঘর থেকে বের হয়ে একসঙ্গে নিখোঁজ হওয়া চার কিশোরী বোনকে উদ্ধারের পর জানা গেলো আসল ঘটনা। তারা পরিবারে অভাবের কারণে কাজের সন্ধানে ঘর ছেড়ে বেরিয়ে পড়েছিল।

গত রোববার (৮ মে) রাত সাড়ে ৮টার দিকে জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এসময় জেলা পুলিশ সুপার এএইচএম কামরুজ্জামান উদ্ধারের বিষয়টি তুলে ধরে বলেন, তাদের ইচ্ছা ছিল- কাজ করে পরিবারকে আর্থিক সহায়তা করা। তবে এ বিষয়টি তারা পরিবারকে জানায়নি। এছাড়া তাদের উদ্ধারের পরও তারা পরিবারের কাছে যেতে চাচ্ছিল না। তাদের বুঝিয়ে পরিবারের জিম্মায় দেয়া হয়েছে।

নিখোঁজ চার বোনের উদ্দেশ্য ছিল, গার্মেন্টস বা বাসাবাড়িতে কাজ করে পরিবারকে আর্থিক সহযোগিতা করার। তাদের ভয় ছিল, পরিবারের হাতে তাদের তুলে দিলে মারধরের শিকার হতে পারে। পুলিশের হাতে উদ্ধারের পর জিজ্ঞাসাবাদে এমন তথ্য জানিয়েছে তারা।

অভাবের তাড়নায় কাজের সন্ধানে ঘর ছেড়েছিলেন ৪ বোনদেশী টুয়ের্ন্টিেফোর
Comments (0)
Add Comment