ভারতের পশ্চিমবঙ্গে মেট্রোরেলের কাজ চলাকালীন গত বুধবার সন্ধ্যায় কলকাতার বৌবাজারের দুর্গা পিতুরি লেনের বেশ কয়েকটি ভবনে ফাটল দেখা দিয়েছে। এতে আতঙ্কে ঘর ছেড়েছে অনেক পরিবার। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এদিকে বিভিন্ন ভবনে ফাটল দেখা দেয়ার পরপরই মেট্রোর কাজ বন্ধ করে দেন স্থানীয়রা। পরে ঘটনাস্থলে এসে উপস্থিত হয় পুলিশ ও কলকাতা পৌরসভার কর্মীরা।
এ সময় এলাকাবাসীদের সতর্ক করতে পুলিশের তরফ থেকে মাইকিং করা হয়। যারা বাড়ির ভেতরে ছিলেন তাদের বাইরে বেরিয়ে আসার অনুরোধ করা হয়। ওই এলাকার বাসিন্দাদের অন্যত্র নিরাপদে সরানোর চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানায় পুলিশ।
এবিপি ও আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৯ সালেও বৌবাজারে একই ধরনের ঘটনা ঘটেছিল।
এভাবেই ফাটল ধরে কয়েকটি ভবনে
স্থানীয়দের অভিযোগ, বিভিন্ন বাড়িতে বিকেল থেকে ফাটল ধরা শুরু হয়েছে। অনেকেই জরুরি জিনিসপত্র নিয়ে রাস্তায় বেরিয়ে এসেছেন। মেট্রো কর্তৃপক্ষের ভূমিকা নিয়েই প্রশ্ন তুলছেন এলাকাবাসী। তাদের একাংশের অভিযোগ, ২০১৯ সালে একাধিক বাড়িতে ফাটল ধরেছিল। মেট্রো কর্তৃপক্ষ সেগুলো মেরামত করার পরেও তার কয়েকটিতে এবার আবার ফাটল ধরলো।
তবে এ বিষয়ে মেট্রো কর্তৃপক্ষ কোনো মন্তব্য করেনি। সংস্থাটি শুধু জানিয়েছে, গতবারের ঘটনার পর মেট্রোর সুড়ঙ্গে নজরদারির জন্য ক্যামেরা বসানো হয়েছিল। যাতে বড় কিছু ঘটলে সহজেই জানা যায়। ওই ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।
স্থানীয় বিধায়ক নয়না জানান, ঘর ছাড়ারা যাতে রাতে শান্তিতে ঘুমোতে পারেন, সেই চেষ্টাই করছি। তাদের জন্য খাবারদাবারের ব্যবস্থাও করা হচ্ছে।