চীনে বিমানবন্দরের রানওয়ে থেকে রানওয়ে থেকে ছিটকে যাওয়ার পর তিব্বত এয়ারলাইন্সের একটি বিমানে আগুন লাগার ঘটনা ঘটেছে। ওই বিমানে ১১৩ জন যাত্রী ও ৯ জন ক্রু ছিলেন। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। সকল যাত্রী এবং ক্রুদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।
আজ বৃহস্পতিবার (১২ মে) এনডিটিভি এক প্রতিবেদনে জানায়, চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর চংকিং থেকে তিব্বতের নিংচির দিকে যাচ্ছিলো বিমানটি। যান্ত্রিক অস্বাভাবিকতার কারণে ক্রুরা বিমান “উড্ডয়ন স্থগিত” করে।
চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রকাশ করা ছবিগুলোতে দেখা গেছে যে, আতঙ্কিত যাত্রীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার সাথে সাথে বিধ্বস্ত বিমানটিতে আগুন লেগে যায়।
তিব্বত এয়ারলাইন্স এক বিবৃতিতে বলেছে, সকল যাত্রী ও ক্রুকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। আহত যাত্রীদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
কর্তৃপক্ষ বলছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে দুর্ঘটনার কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
এর আগে গেলো মার্চে কুনমিং থেকে গুয়াংজু যাওয়ার পথে চীনের একটি ফ্লাইট বিধ্বস্ত হয়ে ১৩২ যাত্রীর মৃত্যু হয়। যা ছিল ৩০ বছরের মধ্যে চীনের সবচেয়ে বড় বিমান দুর্ঘটনা।