জিয়া জাদুঘরের পরিবর্তে `মুক্তিযুদ্ধ জাদুঘর’ নাম চায় ছাত্রলীগ

 

চট্টগ্রামের পুরাতন সার্কিট হাউজ জাদুঘর থেকে জিয়ার নাম পরিবর্তন করে “মুক্তিযুদ্ধ জাদুঘর’ করার দাবিতে মানববন্ধন করেছে কোতোয়ালি থানা ছাত্রলীগ।

গত শুক্রবার (১৩ মে) দুপুরে কাজীর দেউড়ি সার্কিট হাউজের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সদস্য মোশরাফুল হক চৌধুরী পাভেলের সভাপতিত্বে এবং চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা মনির হোসাইনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. ইউনুস।

প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাবেক উপ-সমাজসেবা সম্পাদক ফরহাদুল ইসলাম চৌধুরী রিন্টু, ২১ নম্বর জামালখান ওয়ার্ডের ২ নম্বর ইউনিট আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ইকবাল আহমেদ ইমু, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগনেতা নাজিমউদ্দিন সাইফুল, ২১ নম্বর জামালখান ওয়ার্ড ছাত্রলীগ সাধারণ সম্পাদক শাহিন আলম, যুগ্ম সাধারণ সম্পাদক অভি রায়।

উপস্থিত ছিলেন ২ নম্বর ইউনিট আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম মঞ্জু, যুবলীগ নেতা রফিকুল ইসলাম, মনির হোসেন, আবুল হাসান, মো. নাসির, হায়দার, কোতয়ালি থানা যুবলীগ নেতা ফয়সাল ইসলাম বাবু, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা ইমরান খান, জামালখান ওয়ার্ড ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হাবিব উল্লাহ, শিবলু দাস, দপ্তর সম্পাদক সাইদুল ইসলাম।

জিয়া জাদুঘরের পরিবর্তে `মুক্তিযুদ্ধ জাদুঘর’ নাম চায় ছাত্রলীগদেশী টুয়েন্টিফোর
Comments (0)
Add Comment