৫ কোটি টাকা মূল্যের সাপের বিষ সহ ৩ জন আটক

সিএমপি ডিবি’র উপ পুলিশ কমিশনার জনাব মুহাম্মদ আলী হোসেন এর সার্বিক দিক নির্দেশনায় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) জনাব মোঃ জহিরুল ইসলাম এর তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক আরিফুর রহমানের নেতৃত্বে মহানগর গোয়েন্দা পুলিশ উত্তর টিম-৩৪ গত  ১৩/০৫/২০২২ইং তারিখ ০৪:০৫ ঘটিকায় চট্টগ্রামের ডবলমুরিং থানাধীন ডিটি রোড় সংলগ্ন এলাকায় অভিযান পরিচালানা করে মোঃ ইসমাইল – প্রঃ মগা বৈদ্য, মোঃ জয়নাল আবেদীন ও রুপন চাকমা প্রঃ শ্যামল কে গ্রেফতার করে। তাদের হেফাজত হতে  ১ টি কাঁচের জারে বায়ুরোধক অবস্থায় রক্ষিত আমদানীনিষিদ্ধ কথিত কোবরা সাপের বিষ জব্দ করেন, যার আনুমানিক বাজারমূল্য ৫,০০,০০,০০০/- (পাঁচ কোটি টাকা)।

গ্রেফতারকৃতরা সংঘবদ্ধভাবে পরস্পর যোগসাজশে আমদানী নিষিদ্ধ কোবরা সাপের বিষ অবৈধ পথে বাংলাদেশে আনায়ন করেন এবং বিপুল পরিমান আর্থিক লেনদেন করে লাভবান হওয়ার চেষ্টা করেন। তাছাড়াও তাদের নিকট হতে সাধারন মানুষের সাথে প্রতারনার উপকরন হিসাবে ঝাড়ফুক/তন্ত্র/মন্ত্র ও বৈদ্যালি বিষয়ক উপকরণ জব্দ করা হয়।

৫ কোটি টাকা মূল্যের সাপের বিষ উদ্ধার : ০৩ জন আটকদেশী টুয়েন্টিফোর
Comments (0)
Add Comment