আজ বেনাপোল বন্দরে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ

বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে বেনাপোল-পেট্রোপোল বন্দরের মধ্যে একদিন আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে। এসময় পাসপোর্টধারী যাত্রী যাতায়াত স্বাভাবিক থাকবে।

গতকাল শনিবার (১৪ মে) রাতে বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের ব্যাংক বিষয়ক সম্পাদক হায়দার আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, বৌদ্ধ পূর্ণিমায় সরকারি ছুটি থাকায় রোববার (১৫ মে) একদিন বেনাপোল-পেট্রোপোল বন্দরের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকছে।

আগামীকাল (১৬ মে) সোমবার সকাল থেকে পুনরায় বেনাপোল-পেট্রোপোল বন্দরের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য সচল হবে।

আজ বেনাপোল বন্দরে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধদেশী টুয়েন্টিফোর
Comments (0)
Add Comment