রাজশাহীতে ট্রাক্টর ও দুই মোটরসাইকেলের সংঘর্ষ, শিশুসহ নিহত ৩

সময়ের কণ্ঠস্বর, রাজশাহী: রাজশাহীর পবা উপজেলায় দুই মোটরসাইকেল ও ট্রাক্টরের ত্রিমুখী সংঘর্ষে এক শিশুসহ তিনজন নিহত হয়েছেন। গুরুতর আহত একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

আজ রোববার (১৫মে) সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহী-নওগাঁ মহাসড়কে উপজেলার নওহাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন জানান, আজ সকালে নওহাটা এলাকায় প্রথমে দুটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এরপর মোটরসাইকেল দুটিকে চাপা দেয় একটি ট্রাক্টর। এতে ঘটনাস্থলে শিশুসহ দুজন মারা যান। এ ছাড়া আহত হন আরও দুজন।

ওসি জানান, পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আহত দুজনকে উদ্ধার করে রামেক হাসপাতালে নিয়ে গেলে এক নারীর মৃত্যু হয়। আহত অন্যজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তাৎক্ষণিকভাবে হতাহত ব্যক্তিদের পরিচয় পাওয়া যায়নি বলে জানিয়েছেন ওসি।

দেশী টুয়েন্টিফোররাজশাহীতে ট্রাক্টর ও দুই মোটরসাইকেলের সংঘর্ষশিশুসহ নিহত ৩
Comments (0)
Add Comment