আহত কিশোরের নাম সাগর মিয়া (১৫)। সে ওই গ্রামেরই বাসিন্দা।
ওই কিশোরের পরিবারের বরাত দিয়ে জামালপুরের সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সুমাইয়া মুনিয়া বলেন, সাগর মিয়া নতুন কিছু উদ্ভাবনের নেশায় আতশবাজির বারুদ খুলে পাইপে ভরে হাতুড়ি দিয়ে আঘাত করে। মুহূর্তেই বিকট শব্দে পাইপ ফেটে বারুদ বিস্ফোরিত হয়ে তার বাম হাতের তালু ও কবজি থেকে মাংস ছিন্নভিন্ন হয়ে যায়। পরে মুমূর্ষু অবস্থায় পরিবারের লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।
ডা. মুনিয়া বলেন, কিশোরটির অবস্থার অবনতি হলে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।
পরে পুলিশ ও সাংবাদিকের উপস্থিতির ভয়ে পরিবারের লোকজন আহত কিশোরকে নিয়ে দ্রুত হাসপাতাল ত্যাগ করে।
পরে হাসপাতাল কমপ্লেক্স ও আশপাশে খোঁজ করেও ওই কিশোর ও তার পরিবারের কাউকে পাওয়া যায়নি।