গতকাল মঙ্গলবার (১৭ মে) বিকেলে রাউজান সরকারি কলেজ মাঠে বেলুন ও পায়রা উড়িয়ে প্রধান অতিথি থেকে খেলার শুভ উদ্বোধন করেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী এম.পি মহোদয়।
তথ্যটি নিশ্চিত করেন রাউজান প্রতিনিধি মোহাম্মদ রবিউল রবি।
রাউজান উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবীর সোহাগের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওসমান গণি রানার পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দার চৌধুরী বাবুল, পৌরসভার মেয়র জমির উদ্দীন পারভেজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর প্যানেল মেয়র আলহাজব বশির উদ্দিন খান, ২য় প্যানেল মেয়র এডভোকেট সমীর দাশগুপ্ত, উপজেলা সহকারী ভূমি কমিশনার অতীশদশী চাকমা, থানার ওসি আব্দুল্লাহ আল হারুন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ শাহ ই জাহান, পিআইও নিয়াজ মোরশেদ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা নিক্সন চৌধুরী,
স্বপন দাশগুপ্ত, কামরুল হাসান বাহাদুর, ইরফান আহমদ চৌধুরী, নুরুল আলম রহিম, কাউন্সিলর জানে আলম জনি, আলমগীর আলী, ইউপি চেয়ারম্যান ভুপেশ বড়ুয়া, লায়ন সাহাবুদ্দিন আরিফ, শফিকুল ইসলাম, আব্বাস উদ্দীন আহমেদ, আবদুর রহমান চৌধুরী, বিএম জসিম উদ্দীন হিরু, বাবুল মিয়া, সৈয়দ আবদুল জব্বার সোহেল, নুরুল আবছার বাশি, নিজাম উদ্দীন আহমেদ চৌধুরী, রোকন উদ্দীন, প্রিয়তোষ চৌধুরী, রবীন্দ্রলাল চৌধুরী, মুছা আলম খান চৌধুরী, আবদুল লতিফ, জিল্লুর রহমান মাসুদ, শাখাওয়াত হোসেন চৌধুরী। উদ্বোধনী খেলায় রাউজান পৌরসভা-২ পাহাড়তলী ইউনিয়নকে ট্রাইব্রেকারে পরাজিত করে ১ম বিজয় নিশ্চিত করে।
খেলায় ম্যান অব দ্যা ম্যাচ হন বিজয়ী দলের গোলরক্ষক উৎস বড়ুয়া। খেলার পরিচালনা করেন মোহাম্মদ সেলিম উদ্দীন, রায়হান ও সাজ্জাদ।
আগামী ২২মে একই মাঠে উক্ত টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে বলেন জানান কতৃপক্ষ।