বিদ্যুতের তার ছিঁড়ে চলন্ত ভ্যানে, ২ জনের মৃত্যু

ময়মনসিংহে বিদ্যুতের তার ছিঁড়ে চলন্ত ভ্যান গাড়িতে পড়ে চালকসহ দুইজনের মৃত্যু হয়েছে। শনিবার (২১ মে) সকাল ৭টার দিকে মহানগরীর ৩২ নম্বর ওয়ার্ডের চাইনামোড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলো- ভ্যানচালক চর ঈশ্বরদিয়া এলাকার হারুন অর রশিদের ছেলে মিন্টু মিয়া (৩৫), অপরজন চর নিলক্ষ্মীয়া এলাকার মৃত আইন উদ্দিনের ছেলে শহিদ (৪৫)।

ময়মনসিংহ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান জানান, যাত্রী নিয়ে ভ্যানচালক চায়নামোড় এলাকা দিয়ে যাওয়ার সময় বিদ্যুতের তার ছিঁড়ে ভ্যানযাত্রীর ওপর পড়ে। এ সময় তাকে বাঁচাতে গিয়ে ভ্যানচালকও বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) ফারুক হোসেন জানান, পরিবারের আবেদনের ভিত্তিতে তাদের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।

২ জনের মৃত্যুদেশী টুয়েন্টিফোরবিদ্যুতের তার ছিঁড়ে চলন্ত ভ্যানে
Comments (0)
Add Comment