গার্ডারচাপায় প্রাইভেটকার : ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারী

রাজধানীর উত্তরায় প্রাইভেটকারের ওপর নির্মাণাধীন বিআরটি প্রকল্পের গার্ডার পড়ার সময় ক্রেনটি চালাচ্ছিলেন চালকের সহকারী রাকিব হোসেন (২৩)। র‌্যাব জানায়, ঘটনার সময় রাকিবকে বাইরে থেকে নির্দেশনা দিচ্ছিলেন মূল চালক আল আমিন। তার হালকা যান চালানোর লাইসেন্স থাকলেও ভারী যানের লাইসেন্স ছিল না। অপরদিকে রাকিবের ক্রেন চালানোর কোনো অভিজ্ঞতা ছিল না।

আজ বৃহস্পতিবার (১৮আগস্ট) দুপুরে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এই তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ক্রেনের মূল চালক ছিলেন আল আমিন। তার হালকা যানের লাইসেন্স থাকলেও ভারী যানের লাইসেন্স ছিল না। এছাড়া ঘটনার দিন ক্রেনটি চালাচ্ছিলেন আল আমিনের সহকারী রাকিব হোসেন। সে সময় আল আমিন বাইরে থেকে নির্দেশ দিচ্ছিলেন।

গত সোমবার (১৫ আগস্ট) বিকেলে উত্তরা জসীম উদদীন এলাকার আড়ংয়ের সামনে ওই দুর্ঘটনা ঘটে। এতে পাঁচজন ঘটনাস্থলেই নিহত হন। আহত হন আরো দু’জন।

পরে ক্রেন চালককসহ তার সহকারী ও ঠিকাদারি প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মীসহ নয়জনকে গতকাল বুধবার রাতে ঢাকা, গাজীপুর, সিরাজগঞ্জ ও বাগেরহাট থেকে গ্রেফতার করে র‌্যাব।

গার্ডারচাপায় প্রাইভেটকার : ক্রেন চালাচ্ছিলেন চালকের সহকারীদেশী টুয়েন্টিফোর
Comments (0)
Add Comment