কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে ১০ ট্রলারডুবি, নিখোঁজ ৩৪

কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে অন্তত ১৫০ জেলেসহ ১০টি মাছধরা ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এর মধ্যে এখনো নিখোঁজ রয়েছে ৩৪ জন জেলে। শুক্রবার দুপুর থেকে রাত ১০টা পর্যন্ত বঙ্গোপসাগরের বিভিন্ন পয়েন্টে এ ট্রলারডুবির ঘটনা ঘটে।

আজ শনিবার (২০আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন আলীপুর-কুয়াকাটা মৎস্য আড়ৎ মালিক সমিতির সভাপতি আনছার উদ্দিন মোল্লা ও মহিপুর আড়ৎ মালিক সমিতির সাধারণ সম্পাদক রাজু আহমেদ রাজা।

কুয়াকাটা, আলীপুর-মহিপুর এলাকার যে সকল ট্রলার নিমজ্জিত হয়েছে এগুলো হলো এফ বি মা-মনি-৩, এফ বি সাইফুল, এফ বি আল মামুন, এফ বি আশ্রাফুল, এফ বি নুরভানু, বাকি ট্রলারগুলো হচ্ছে অন্যান্য এলাকার। তবে নিখোঁজ ট্রলার ও জেলেদের সংখ্যা বাড়তেও পারে এবং কমতেও পারে বলে জানান সমিতির কর্তৃপক্ষ।

এদিকে আবহাওয়ার খারাপ থকায় হাজারো মাছধরা ট্রলার শিববাড়িয়া নদীতে আশ্রয় নিয়েছে।

উদ্ধার জেলেরা জানান, সাগরের অস্বাভাবিক ঢেউ এবং ঝড়ের কবলে পড়ে তাদের ট্রলারগুলো ডুবে যায়। এ সময় পাশে থাকা অন্য ট্রলারের মাধ্যমে অন্তত ১১৬ জেলে উদ্ধার হলেও নিখোঁজ হয় ৩৪ জেলে। উদ্ধার জেলেরা কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাপাতাল ও মহিপুর উপ-স্বাস্থ্যকেন্দ্রসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে ১০ ট্রলারডুবিদেশী টুয়েন্টিফোরনিখোঁজ ৩৪
Comments (0)
Add Comment