পুতিনের ঘনিষ্ঠ মিত্র আলেকজান্ডার দুগিনের মেয়ে গাড়ি বিস্ফোরণে নিহত

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র দার্শনিক আলেকজান্ডার দুগিনের মেয়ে দারিয়া দুগিনা মস্কোর কাছে গাড়ি বিস্ফোরণে নিহত হয়েছেন।

স্থানীয় গণমাধ্যম বলছে, দারিয়া দুগিনা বাড়ি যাওয়ার সময় তাঁর গাড়িতে বিস্ফোরণের পর আগুন লেগে তিনি মারা যান।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, এটা এখনো স্পষ্ট নয় যে, নিহত দুগিনার বাবা আলেকজান্ডার দুগিন এ হামলার লক্ষ্যবস্তু ছিলেন কি-না। উল্লেখ্য, দার্শনিক আলেকজান্ডার দুগিন ‘পুতিনের মস্তিষ্ক’ নামেও পরিচিত।

রুশ মিডিয়া আউটলেট ১১২ বলছে, আলেকজান্ডার দুগিন ও তাঁর কন্যা শনিবার সন্ধ্যায় একই গাড়িতে করে একটি অনুষ্ঠান থেকে বাড়ি ফিরে যাওয়ার কথা ছিল। কিন্তু শেষ মুহুর্তে তাঁর মেয়েকে আলাদা গাড়িতে করে পাঠিয়ে দেন দুগিন।

দার্শনিক আলেকজান্ডার দুগিনের কন্যা দারিয়া দুগিনা নিজেও একজন বিশিষ্ট সাংবাদিক, যিনি ইউক্রেনে রাশিয়ার আক্রমণকে সমর্থন করেছিলেন।

দেশী টুয়েন্টিফোরপুতিনের ঘনিষ্ঠ মিত্র আলেকজান্ডার দুগিনের মেয়ে গাড়ি বিস্ফোরণে নিহত
Comments (0)
Add Comment