লিটারে ৭ টাকা বাড়ল সয়াবিন তেলের দাম

ভোজ্য তেলের দাম সমন্বয় করে নতুন মূল্যতালিকা ঘোষণা করা হয়েছে। এতে প্রতি লিটার খোলা সয়াবিন তেল প্র‌তি‌লিটার ১৭৫ টাকা, বোতলজাত সয়াবিন তেল ১৯২ টাকায় বিক্রি হবে। এ ছাড়া পাঁচ লিটারের এক বোতল তেল বিক্রি হবে ৯৪৫ টাকায় এবং পাম সুপার তেলের দাম নির্ধারণ করা হয়েছে ১৪৫ টাকা।

আজ মঙ্গলবার ভোজ্যতেল পরিশোধন ও বিপণন কোম্পানির মালিকদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের (বিভিওআরভিএমএ) পক্ষ থেকে নতুন এ দাম ঘোষণা করা হয়েছে। অ্যাসোসিয়েশনের নির্বাহী কর্মকর্তা মো. নুরুল ইসলাম মোল্লার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়, আজ থেকেই এ দাম কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন ও বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। তবে ওই বৈঠকে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ২০ শতাংশ দাম বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছিল।

এর আগ গত ১১ আগস্ট সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এক সপ্তাহের মধ্যে ভোজ্যতেলের দাম সমন্বয় করার কথা জানিয়েছিলেন। সেদিন বাণিজ্যমন্ত্রী বলেন, ‘জ্বালানির মূল্যবৃদ্ধির পর ব্যবসায়ীদের নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি পর্যবেক্ষণ করা বাণিজ্য মন্ত্রণালয়ের কাজ নয়।’

দেশী টুয়েন্টিফোরলিটারে ৭ টাকা বাড়ল সয়াবিন তেলের দাম
Comments (0)
Add Comment