বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, করোনায় এ পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৩১৬ জন। এদের মধ্যে ১৮ হাজার ৭১৩ জন পুরুষ এবং ১০ হাজার ৬০৩ জন নারী। দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা ২০ লাখ দশ হাজার ৩২৩ জন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩২৯ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছে ১৯ লাখ ৫৪ হাজার ৩৫০ জন। এ সময়ে সারা দেশে ৮৮১টি ল্যাবরেটরিতে চার হাজার ৫৪০টি নমুনা সংগ্রহ করা হয়, পরীক্ষা করা হয় চার হাজার ৫১৩টি। এতে শনাক্তের হার গিয়ে দাঁড়িয়েছে তিন দশমিক ৮৫ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬৬ শতাংশ।
উল্লেখ্য, দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। এর দশ দিনের মাথায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।