বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক (ইডি) মো. সিরাজুল ইসলাম সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে গত সপ্তাহে ঢাকা পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষের (ওয়াসার) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খানকে অপসারণের প্রশ্নের সংশ্লিষ্ট বোর্ডের নিষ্ক্রিয়তা নিয়ে রুল দিয়েছিল হাইকোর্ট।
একই সঙ্গে তাকসিম চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়ার পর গত ১৩ বছরে মোট কত টাকা বেতন, উৎসাহ ভাতা ও অন্যান্য আনুষঙ্গিক সুযোগ-সুবিধা নিয়েছেন, তার হিসাব চান হাইকোর্ট। আদেশের ৬০ দিনের মধ্যে ঢাকা ওয়াসা বোর্ডের চেয়ারম্যানকে হিসাবের বিস্তারিত আদালতকে প্রতিবেদন আকারে দিতে বলা হয়।
এ সংক্রান্ত একটি রিট আবেদনের ওপর শুনানি নিয়ে বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।
রুলে ওয়াসার এমডিকে অপসারণ করতে বিবাদীদের (রিট মামলার বিবাদী) নিষ্ক্রিয়তা কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না এবং তাঁকে অপসারণ করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে কেন নির্দেশনা দেওয়া হবে না, তা জানতে চান হাইকোর্ট।
২০০৯ সাল থেকে ঢাকা ওয়াসার এমডি পদে আছেন তাকসিম এ খান। নিয়োগের পর থেকে বিভিন্ন সময় আলোচিত সমালোচিত তিনি। প্রথম নিয়োগের পর থেকে এ পর্যন্ত মোট ছয় বার তাঁর মেয়াদ বাড়ানো হয়েছে।