দেওরাছড়া চাবাগান পঞ্চায়েত কমিটির সভাপতি সুবোদ কুর্মি বলেন, শ্রমিকরা আজ কাজে যোগ দেননি, তবে তারা কোনো বিক্ষোভ দেখায়নি।
তিনি বলেন, শুক্রবার জেলার ৯২টি বাগানে পঞ্চায়েত কমিটি নিজ নিজ বাগানের নাচঘরে বৈঠকে বসবেন। ওই বৈঠকে মজুরি ও পরবর্তী শ্রমিক আন্দোলনের বিষয়ে আলোচনা হবে।
এদিকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বিকেলে গণভবনে চাবাগান শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিদের সাথে বৈঠক করবেন বলে নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।
উল্লেখ্য, গত ৯ আগস্ট থেকে শ্রমিকরা ৩০০ টাকা মজুরির দাবিতে ধর্মঘটে নামেন। ২ দফা মজুরি বাড়িয়ে ১৪৫ টাকা করা হলে তা শ্রমিকরা প্রত্যাখান করেন। দাবি না মানায় চাশ্রমিকরা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট পালন করে যাচ্ছেন।