আন্দোলন দমনে কঠোর আওয়ামী লীগ

জাতীয় নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে রাজনীতির মাঠ ততই উত্তপ্ত হয়ে উঠছে। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের জন্য মাঠের প্রধান বিরোধী দল বিএনপি ও তার মিত্রদের দাবিটি দীর্ঘদিনের। দাবিটি অমীমাংসিত থাকলেও এরই মধ্যে দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ওই ইস্যুটি মীমাংসিত না হওয়ায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এখন সরকারবিরোধী আন্দোলন ধীরে ধীরে চাঙ্গা হতে শুরু করেছে। রাজপথ দখলের ঘোষণা দিয়ে সুযোগ পেলেই বিভিন্ন ইস্যুতে কর্মসূচি নিয়ে মাঠে নামছে বিএনপি। ইতোমধ্যে বিএনপির কর্মসূচি ঘিরে ব্যাপক উত্তেজনা, সংঘর্ষ ও প্রাণহানির ঘটনা ঘটেছে। তবে বিএনপি ও তার মিত্রদের আন্দোলন এ মুহূর্তে কোনোভাবেই রাজপথে চাঙ্গা হতে দেবে না ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। সরকাবিরোধী আন্দোলন কঠোরভাবে দমন করার চিন্তা রয়েছে শাসক দলের।

বিএনপির আন্দোলন প্রসঙ্গে গতকাল সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আন্দোলনের নামে সহিংসতার উপাদান যুক্ত হলে আওয়ামী লীগ জনগণকে সাথে নিয়ে তা মোকাবেলা করবে। তিনি বলেন, আওয়ামী লীগ কখনো গায়ে পড়ে কাউকে আক্রমণ করবে না তবে আক্রান্ত হলে পাল্টা আক্রমণ করা হবে। কাউকে ছাড় দেয়া হবে না।

এ প্রসঙ্গে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর অন্যতম সদস্য আব্দুর রহমান নয়া দিগন্তকে বলেন, বিএনপি আন্দোলন করবে এটা নতুন কোনো কথা নয়, দীর্ঘদিন ধরেই বলে আসছে। তাদের আন্দোলন যদি শান্তিপূর্ণ হয় তাহলে সরকার বাধা দেবে না। কিন্তু আন্দোলনের নামে বিএনপি বিভিন্ন জায়গায় সন্ত্রাসী কার্যকলাপ করছে, এটা কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয়। তারা দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য উদ্দেশ্যপ্রণোদিত ভাবে নৈরাজ্য সৃষ্টি করছে। তিনি বলেন, মানুষের জানমাল রক্ষা করা ও নিরাপত্তা দেয়া সরকারের দায়িত্ব। আন্দোলনের নামে কোনো ধরনের সহিংসতা চালালে, নৈরাজ্য সৃষ্টি করলে, সন্ত্রাসী কর্মকাণ্ড চালালে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তা কঠোরভাবে দমন করবে। জনগণের জানমাল রক্ষায় আওয়ামী লীগও সাংগঠনিকভাবে মাঠে থাকবে।

আন্দোলন দমনে কঠোর আওয়ামী লীগদেশী টুওয়ন্টিফোর
Comments (0)
Add Comment