চট্টগ্রামে গৃহবধূর মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন

চট্টগ্রাম নগরীর ইপিজেড থানাধীন নিউমুরিং তক্তারপুল এলাকায় শামীমা আক্তার (৪৩) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারনা- তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

নিহত শামীমা আক্তার রাঙ্গুনিয়ার জামাল উদ্দিনের স্ত্রী। জামাল উদ্দিন বিজিবির সদস্য বলে জানা গেছে।

আজ রবিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে নিউমুরিং তক্তারপুল আবুল ফয়েজের বিল্ডিংয়ের ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ইপিজেড থানার উপ-পরিদর্শক (এসআই) বিল্লাল হোসেন বলেন, পাঁচ তলার ভাড়া বাসায় একা থাকতেন শামীমা আক্তার। বাড়ির জমিদারের কাছ থেকে খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয়রা বলছেন তার হাত-পা বাঁধা অবস্থায় ছিল। শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। কেন খুন করা হয়েছে বা কারা করেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।

চট্টগ্রামে গৃহবধূর মরদেহ উদ্ধারদেশী টুয়েন্টিফোরশরীরে আঘাতের চিহ্ন
Comments (0)
Add Comment