বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন

রংপুরের মিঠাপুকুরে প্রেমিকের বাড়িতে অনশনে বসেছে ১৬ বছর বয়সী এক স্কুলছাত্রী। তুলেছে বিয়ের দাবি। আজ মঙ্গলবার মিঠাপুকুর উপজেলার ৯ নম্বর ময়েনপুর ইউনিয়নের গাছুয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, বদরগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়ন পরিষদের গাছুয়াপাড়া এলাকার অষ্টম শ্রেণিতে পড়ুয়া মেয়ের সঙ্গে তিন মাস আগে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে মিঠাপুকুর উপজেলার ওই প্রেমিকের।

অনশনকারী স্কুলছাত্রী বলেন, ‘সম্পর্ক গড়ে ওঠার পর বিভিন্ন জায়গায় মোটরসাইকেলে ঘুরতে নিয়ে যায় তার প্রেমিক। পরে বিয়ের প্রতিশ্রুতি দিলে শারীরিক সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু, গত কয়েকদিন থেকে যোগাযোগ বন্ধ করে দেয় তার প্রেমিক।’

স্কুলছাত্রী জানায়, তার সঙ্গে প্রেমিক যোগাযোগ বন্ধ করে দিলে খোঁজ নিয়ে জানতে পারে, সে অন্যত্র বিয়ে করছে। পরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন শুরু করেছে।

এ বিষয়ে প্রেমিকের পরিবারের সঙ্গে কথা বলার চেষ্টা করা হলে তারা গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হয়নি। ওই স্কুলছাত্রীর দাবি করা প্রেমিকের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিক পরিচয় পাওয়ার পর সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

ময়েনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুকুল সরকার বলেন, ‘যদি ছেলের বিয়ে না হয়, তাহলে ছয় মাস পরে এখানেই বিয়ে হবে। তবে, আমি আশ্বাস দিলাম না।’

মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজুর রহমান এনটিভি অনলাইনকে বলেন, ‘বিষয়টি শুনেছি, লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

স্কুলছাত্রীর বাবা বলেন, ‘আমার মেয়ে অনশনে যাওয়ার পর ওই ছেলের সঙ্গে সম্পর্কের বিষয়টি জেনেছি। এ ব্যাপারে সুষ্ঠু সমাধান না হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।’

দেশী টুয়েন্টিফোরবিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন
Comments (0)
Add Comment