নিজস্ব প্রতিবেদক:
পূর্ব শুত্রুতার জের ধরে চায়ের দোকান থেকে ডেকে নিয়ে মো. জীবন (২২) নামে এক যুবককে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা।
গত বুধবার (২১ সেপ্টম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে পাহাড়তলীর বারো কোয়ার্টারের লেইক এভিনিউ নামে আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।
জীবন পাহাড়তলী ডেবার পাড় এলাকার মো. নেজাম উদ্দিনের ছেলে। তিনি পেশায় একজন গাড়ি চালক।
জানা গেছে, বিকেলে এলাকার একটি চায়ের দোকান থেকে ডেকে ৫ জন মিলে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে জীবনকে। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করে।
হাসপাতালে আনায়নকারি তার বন্ধু মো. রাসেল দেশী টুয়েন্টিফোর কে বলেন, গত মাসে এলাকার এক বড় ভাইয়ের সঙ্গে টাকা নিয়ে কথাকাটাকাটি হয়। এর জের ধরে বিকেলে চায়ের দোকান থেকে ডেকে এলাকার কয়েকজন ছেলে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
পাহাড়তলী থানার ওসি মো. মোস্তাফিজুর রহমান দেশী টুয়েন্টিফোর কে বলেন, ঘটনার সাথে জড়িতরা এখনও পলাতক। তাদের আটকের জন্য আমাদের অভিযান অব্যাহত আছে। এছাড়াও ঘটনাস্থলের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে।