সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা নিয়ে বীরদর্পে দেশে ফেরা কৃষ্ণা রানী সরকারের ব্যাগ থেকে প্রায় আড়াই লাখ টাকা চুরি হয়েছে। কৃষ্ণা ছাড়াও কয়েকজন খেলোয়াড়ের লাগেজ থেকে খোয়া গেছে ডলার, টাকা ও মূল্যবান জিনিসপত্র। সেই সঙ্গে বেশ কয়েকজনের লাগেজের তালা ভাঙা অবস্থায় পাওয়া গেছে বলেও অভিযোগ করেছেন দলের একজন খেলোয়াড়।
গত বুধবার (২১ সেপ্টেম্বর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের অবতরণের পর এ ঘটনা ঘটে বলে জানা যায়।
বিমানবন্দর থেকে বাফুফে ভবনে এসে ব্যাগ খুলে তারা ডলার পাননি বলে জানা গেছে।
বাংলাদেশ জাতীয় নারী দলের কোচ গোলাম রব্বানী ছোটন বলেন, ‘কৃষ্ণা ও শামসুন্নাহারের ডলার হারিয়েছে বলে জানিয়েছে। কৃষ্ণার ৯০০ ডলার ও বাংলাদেশি ৫০ হাজার টাকা এবং শামসুন্নাহারের ৪০০ ডলার হারিয়েছে। তাদের ধারণা বাংলাদেশ বিমানবন্দর লাগেজ বেল্ট থেকে এটি হয়েছে।’
এত পরিমাণ অর্থ খোয়া গেলেও এখনো বিমানবন্দর কর্তৃপক্ষ অথবা বাংলাদেশ বিমান এয়ারলাইনসকে কোনো অভিযোগ জানাননি ক্ষতিগ্রস্ত ফুটবলাররা। তবে আজ (বৃহস্পতিবার) দুপুরের দিকে ফেডারেশন থেকে বিমানবন্দরে যোগাযোগ করা হতে পারে।
প্রসঙ্গত, গত কয়েক বছরে অনেক বার বিদেশে ভ্রমণ করেছেন দুই সিনিয়র ফুটবলার কৃষ্ণা ও শামসুন্নাহার। বাংলাদেশ বিমানবন্দরে এ রকম চুরির ঘটনা প্রতিনিয়ত হয় জেনে তারা তাদের লাগেজে তালা মেরে রেখেছিলেন।