মির্জাপুরে বাঁশতৈলে পুলিশ ফাঁড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

অনলাইন ডেস্ক:

মির্জাপুরে বাঁশতৈল পুলিশ ফাঁড়িতে জিজ্ঞাসাবাদের জন্য আকট লেবু মিয়া (৫৫) নামে এক ব্যক্তি ফাঁড়ি হাজতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

সোমবার রাতে পুলিশ ফাঁড়ির হাজতে এ ঘটনা ঘটে। লেবু মিয়া বাঁশতৈল গ্রামের বাহারুদ্দিনের ছেলে।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সালেহ মাসুদ করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, রোববার রাতে বাঁশতৈল পশ্চিম পাড়া গ্রামে সখিনা নামে স্বামী পরিত্যাক্তা নারীর নিজ বসতঘর থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সখিনার সাবেক স্বামী মফিজুর রহমান ও কথিত পরকীয়া প্রেমিক লেবু মিয়াকে আটক করে। পুলিশ রাতে তাদের দু’জনকে আলাদা কক্ষে আটকে রাখে। লেবু মিয়া সোমবার রাতের কোনো একসময় টয়লেটের রডের সাথে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করে।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সালেহ মাসুদ করিম বলেন, ’লেবু মিয়ার লাশ থানায় আনা হয়েছে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইলে পাঠানোর প্রস্তুতি চলছে।’

দেশী টুয়েন্টিফোরমির্জাপুরে বাঁশতৈলে পুলিশ ফাঁড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা
Comments (0)
Add Comment