অনলাইন ডেস্ক:
নির্বাচনের আগে বিএনপি নাগরদোলায় করে ক্ষমতায় বসতে চাচ্ছে মন্তব্য করে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও জাতীয় সংসদের তথ্য ও সম্প্রচার সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, বিএনপি-জামায়াত এ দেশে তালেবানি সরকার কায়েম করতে চায়। তাদের এ চক্রান্ত যেকোনো মূল্যে প্রতিহত করা হবে।
আজ মঙ্গলবার দুপুরে রংপুর টাউন হলে জাসদের বিভাগীয় প্রতিনিধি সভায় যোগ দিতে এসে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
জাসদ সভাপতি ইনু আরও বলেন, দেশে বিএনপি-জামায়াত অস্বাভাবিক সরকার কায়েমের প্রচেষ্টা চালাচ্ছে। বাজার সিন্ডিকেটের দ্রব্যমূল্য বৃদ্ধির চক্রান্ত, দুর্নীতির মাধ্যমে রাষ্ট্রীয় সম্পদ লুটপাট ও গুণ্ডাবাজ, ক্ষমতাবাজদের কারণে দেশ ঝুঁকিতে রয়েছে।
জাসদ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টামণ্ডলীর সদস্য ডা. একরামুল হোসেন স্বপনের সভাপতিত্বে বিভাগীয় প্রতিনিধি সভায় আরও বক্তব্য দেন জাসদ সাধারণ সম্পাদক শিরীন আখতার, যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন রাঙ্গা। প্রধান বক্তা ছিলেন সাংগঠনিক সম্পাদক গোলাম মারুফ মনা।