হারের পর যা বললেন বাংলাদেশ অধিনায়ক

অনলাইন ডেস্কঃ

নারী এশিয়া কাপের চলতি আসরে পাকিস্তানের কাছে হেরে গেছে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশেকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে পাকিস্তানি মেয়েরা। বাংলাদেশের দেওয়া ৭১ রানের লক্ষ্যে পাকিস্তান পৌঁছে যায় ৪৬ বল হাতে রেখেই।

ম্যাচ শেষ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নিগার বলেন, ‘টপ অর্ডারে ধস নামায় ও উইকেট স্লো থাকার কারণে আমরা আমাদের পরিকল্পনা বাস্তবায়ক করতে পারিনি।

ভেবেছিলাম উইকেট ব্যাটিং সহায়ক হবে, কিন্তু উইকেট ছিল ভেজা। আমাদের বোলাররা সঠিক জায়গায় বল করতে পারেনি। কিছু বিষয় নিয়ে আমাদের কাজ করতে হবে এবং দৃঢ়ভাবে কামব্যাক করতে হবে। ’

দেশী টুয়েন্টিফোরহারের পর যা বললেন বাংলাদেশ অধিনায়ক
Comments (0)
Add Comment